মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে দেওহাটা আলহাজ¦ জোনাব আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার এবং কম্পিউটার ল্যাব উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) প্রধান অতিথি হিসেবে তিনি নবনির্মিত এ শহীদ মিনার ও এবং কম্পিউটার উদ্ধোধন করেন।
এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুর ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েতহ হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুর ইসলাম, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. হুমায়ুন কবীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকসহ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।