চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজ এর উদ্যােগে অনুষ্ঠিত হলো খেলাধুলা, কোরআন তিলোয়াত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
89


শনিবার টাঙ্গাইল মির্জাপুর তক্তারচালা পুরাতন বাজারে চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজ এর উদ্যােগে অনুষ্ঠিত হলো খেলাধুলা, কোরআন তিলোয়াত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন শাজাহান খান রবিন, সাধারন সম্পাদক হাতিবান্দা ইউনিয়ন আওয়ামী লীগ, সভাপতিত্ব করেন মোশারফ হোসেন, সভাপতি উওর পেকুয়া তক্তারচালা বনিক সমিতি ও সভাপতি চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজ। আরো উপস্থিত ছিলেন সুলতান আহমেদ, সাধারন সম্পাদক হাতিবান্ধা ইউনিয়ন বি এন পি, সাহাদত হোসেন, শাজাহান ফিরোজ, আমিনুল ইসলাম, রোজিনা আক্তার, ইনিয়া আক্তার সহ চন্দ্রবিন্দু স্কুল এন্ড কলেজের শিক্ষক অভিভাবক ও ছাত্র/ছাত্রিরা।

প্রতিযোগিতায় ছোট বাচ্চদের বেলুন ফুটানোয় প্রথম স্থান রাহাত হোসেন, দ্বিতীয় আতিফা আক্তার, তৃতীয় রহমান। অক্ষর চেনা প্রথম জোবায়েদ, দ্বিতীয় আতিফা তৃতীয় রাহাত। অংক দৌড় প্রথম রহান আলী দ্বিতীয় ফাতেমা আক্তার। কেরাম প্রথম সুশান্ত সরকার দ্বিতীয় জুনায়েদ হোসেন তৃতীয় অরিন আহমেদ। মহিলাদের বালিশ খেলায় প্রথম সাথি আক্তার দ্বিতীয় মিম তৃতীয় সুমাইয়া এবং কোরআন তিলোয়াত প্রতিযোগিতায় প্রথম ফাতেমা আক্তার দ্বিতীয় খাতিজা আক্তার তৃতীয় রুহান আলী।

প্রতিযোগিদের পুরস্কার বিতরন শেষে বংশি নগর জামে মসজিদের ইমাম মো শামিম হোসেন দোয়া ও মোনাজাত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here