মীর আনোয়ার হোসেন টুটুল
মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধসহ শিক্ষার মান উন্নয়নে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কতৃপক্ষোর আয়োজনে গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষক কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাক এবং শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মো. মোশারফ হোসেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চলনায় সার্বিক উন্নয়নে বক্তব্য রাখেন প্রধান অতিথি মো. মোশরাফ হোসেন, উপ সহকারী পরিদর্শক মো. মাহফুজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সিনিয়র শিক্ষক মো. আব্দুল কাদের মল্লিক ও ক্রীড়া শিক্ষক সঞ্জয় কুমার সাহা প্রমুখ। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য সঞ্জিব মজুমদার, আবু সাইদ মিয়া, শফিকুল ইসলাম, অভিভাবক মো. শহিদুল ইসলাম সহিদ ও মো. আল মামুন প্রমুখ।