মোঃ সাজজাত হোসেন, স্টাফ রিপোর্টার
মির্জাপুর সরকারি কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবির আন্দোলন দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে সামাজিক মাধ্যমে। অন্যদিকে মির্জাপুর সরকারি কলেজের নাম পরিবর্তন করে শহীদ ভবানী প্রসাদ সাহার নামে নামকরণ করা হয়েছে।
এদিকে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধম্যে মির্জাপুর সরকারি কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে। তাদের মন্তব্য অব্যাহত রয়েছে।
জানাগেছে, আগামী কয়েক দিনের মধ্যে মির্জাপুর সরকারি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পৌরসভার কলেজ রোডে মির্জাপুর সরকারি কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি করবে।
সাবেক শিক্ষার্থীরা বলেন, দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় ইতিহাস-ঐতিহ্যকে বহন করার জন্য উপজেলা ও জেলার নামেই নন্দিত শিক্ষাপীঠ গড়ে উঠেছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় মির্জাপুর সরকারি কলেজকে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে কলেজটির যে কোন একটি ভবনের নাম মির্জাপুরে জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তির নামে হতে পারে বলে উল্লেখ করেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ সিদ্ধান্ত থেকে সড়ে না আসলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দিয়েছেন।
অন্যদিকে মির্জাপুরের একটি কুচক্রী মহল মির্জাপুর কলেজের নামের ইতিহাসকে মুছে ফেলার চক্রান্ত ও উদ্যোগ গ্রহণ করে মাঠের পরিবেশকে নষ্ট করার মিশনে নেমেছে।
একই দাবিতে নগরীর সদর রোডে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে সাত দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির সমর্থন জানিয়েছে বলে জানাগেছে ।
মির্জাপুর কলেজের সাবেক জি এস মো.মাজহারুল ইসলাম শিপলু বলেন, বর্তমানে শহীদ ভবানী সাহা সরকারি কলেজের নামের শুরুতে মির্জাপুর নাম রাখার জোর দাবি জানায়।
মির্জাপুর কলেজের সাবেক ভিপি মো.আবু সাঈদ বলেন, মির্জাপুর কলেজের নাম পরিবর্তন করায় তীব্র নিন্দা জানাই। মির্জাপুর উপজেলার ইতিহাস-ঐতিহ্যকে বহন করার জন্য কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবি করেন।
যেহেতু দীর্ঘ দিন যাবত সারাদেশের মানুষের কাছে কলেজটি মির্জাপুর কলেজ নামেই পরিচিত। তাই আমরা সকলে সম্মিলিতভাবে প্রশাসনের কাছে দাবি জানাই ঐতিহাসিক এই কলেজটির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত থেকে যেন তাঁরা সড়ে আসেন।