মির্জাপুরে কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধন
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পুরাতন বাস স্টেনে কেন্দ্রীয় শহীদ মিনার আনুষ্ঠানিক উদ্ধোধন করছেন সাবেক গণপরিষদ সদস্য টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান খান ফারুক। এ সময় খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌর সভার মেয়র সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসরাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌসেভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের সভাপতি- সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিণœ শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অপর দিকে বীল মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক কেন্দ্রীয় শহীদ মিনার উদ্ধোধনের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এবং উপজেলা নির্বাহী অফসার মো. হাফিজুর রহমানের অফিস পরিদর্শন করে মির্জাপুরের সার্বিক উন্নয়নে দিক নির্দেশনা মুলক কথা বলেন। এর পর তিনি তার প্রিয় প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।