মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার তিনটি শহীদ মিনার উদ্ধোধন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন হায়দার। এ উপলক্ষে বিকেলে উপজেলার জামুর্কি এন এস এ জি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলার লতিফপুর এবং ফতেপুর ইউনিয়নে নবনির্মিত শহীদ মিনার উদ্ধোধন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, সহসভাপতি মো. তৌফিকুর রহমান তালুকদার রাজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, জামুর্কি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মো. ইলিয়াজ আহমেদ, জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনি ও প্রধান শিক্ষক মো. সাদেক আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও ১৭ টি নবনির্মিত শহীদ মিনার উদ্ধোধন করেন সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান।