মীর আনোয়ার হোসেন টুটুল
সরকারী সম্পদ রক্ষা এবং পাহাড়ের লাল মাটি কাটা বন্ধে জীবনের উপর ঝুঁকি নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে মাটি নেওয়ার পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রের ও সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল। আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া ইনতখাচালা এলাকায় অভিযান চালিয়ে মাটি নেওয়ার এ পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করেছেন। এ সময় মাটি খেকোরা পালিয়ে যায়।
উপজেলা ভূমি অফিস সুত্র জানায়, একটি চক্র নানা কারসাজির মাধ্যমে উপজেলার গোড়াই, আজগানা, লতিফপুর, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরকারী বনাঞ্চল এবং ব্যক্তি মালিকানার পাহাড়ের লাল মাটি কেটে নিচ্ছে। পাহাড়ের লাল মাটি কেটে নেওয়ার ফলে জীব বৈচিত্র ও এলাকার পরিবেশ হুমকির মুখে পরেছে। সেই সঙ্গে এলাকার রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্টেরও ক্ষতি হচ্ছে। ড্রাম ট্রাক দিয়ে ,মাটি নেওয়ার ফলে ধুলোবালিতে রাস্তা দিয়ে চলাচল দুষ্কর হয়ে পরেছে। এছাড়া এই চক্রটি মির্জাপুর উপজেলার বংশাই এবং লৌহজং নদীর বিভিন্ন পয়েন্টের চরের মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রশাসন থেকে মাটি কাটা বন্ধের জন্য শক্ত অবস্থান নিলেও বিভিন্ন সময় তাদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে নদীর বালি এবং পাহাড়ের রাল মাটি কেটে নিচ্ছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ পেয়ে রাতে অভিযান চালিয়ে পাহাড়ি এলাকা থেকে পাঁচটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় অভিযানের টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। ইতিপুর্বে বেশ কয়েকটি ড্রাম ট্রাক আটক করে মালিকদের এবং যারা মাটি চুরির সঙ্গে জড়িত তাদের মোটা অংকের জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযান চলমান থাকবে এবং কোন অবস্থায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেন।