মীর আনোয়ার হোসেন টুটুল,
কৃষক শ্রমিক জনতালীগের চেয়ারম্যান ও সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরোত্তম বলেছেন, ক্ষশতায় গেলে মুক্তিযোদ্ধাদের ভাতা হবে ৬০ হাজার টাকা। বঙ্গবন্ধু আমার আদর্শ, বঙ্গবন্ধুকে ছাড়া আমি কিছু বুঝিনা। তিনি বলেন, আমার জন্মদাতা বাবার পরেই আমি বঙ্গবন্ধুকে ভালবাসি। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, সম্প্রতি বিএনপির এক প্রভাবশালী নেতা বলেছেন পাকিস্তানই ভাল ছিল। তাকে উদ্যেশ্য করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আপনাকে বাংলাদেশে কে থাকতে বলেছে, তাহলে আপনি পাকিস্তানই চলে যান। তিনি আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতালীগের মির্জাপুর উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ সিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরোত্তমের সহধর্মীনী বেগম নাসরিন কাদের সিদ্দিকী, তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম সরকার লাল, কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ টি এম সালেক হিটলু, সহ সভাপতি আব্দুল গাফ্ফার গফুর এবং কৃষক শ্রমিক জনতালীগের মির্জাপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আরমান হোসেন তাপস প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধান অতিথির বক্তৃতায় আরও বলেন, অনেক কষ্ট করে এ দেশ স্বাধীন করেছিলাম।স্বাধীন দেশে একটু সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলাম। কিন্ত এ দেশের সরকারী কর্মকর্তা এবং পুলিশ বাহিনী আমাদের সঙ্গে ভাল ব্যবহার করেন না। এটা খুবই দুঃখ জনক। আমার দল ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হবে।