মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ইউসিসিএ লি. এর ৪৫ তম বার্ষিক সাধারন সভা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর উপজেলা শাখার ইউসিসিএ লি. এর সভাপতি মো. জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। ইউসিসিএ লি. এর ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্তর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম, সাবেক জিএস সেলিম সিকদার ও সমবায় অফিসার আমিনা পারভিন প্রমুখ।