মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাববুব আলম মল্লিক হুরমহলকে সাময়িক বরখাস্ত স্থগিত করে দিয়েছেন মহামান্য হাই কোর্ট। ফলে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে একন আর কোন বাঁধা নেই। ঋণ খেলাপির অভিযোগে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় মাহবুব আলম মল্লিক হুরমহলের চেয়ারম্যানের পদ বাতিলের সুপারিশ করলে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান গত ১৬ ফেব্রুয়ারি (স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) আইনের ২০০৯ এর ৩৪ (৪) (ঙ) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করেন। সাময়িক বরখাস্ত স্থগিত ও পুর্নবহালের দাবী জানিয়ে তিনি হাইকোর্টে রিট পিটিশন (নং-২৬৯৭/২০২৩) দাখিল করেন। আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) হাই কোর্টের বিচারক সাময়িক বরখাস্ত স্থগিত করে পুনবহালের এ আদেশ দিয়েছেন বলে মাহবুব আলম মল্লিক হুরমহল জানিয়েছেন। মাহবুব আলম মল্লিক দুই বারের জনপ্রিয় চেয়ারম্যান এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি।
আজ বুধবার (১ মার্চ) উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে মাহবুব আলম মল্লিাক হুরমসহলের মনোয়নপত্র বাতিল হয়। পরবর্তীতে হাইকোর্টে তিনি রিট পিটিশন দাখিল করলে তার মনোয়ন ১৩১৬১/২০২১ এর স্মারকে তার আবেদন গ্রহিত হয়। ২০২২ সালের ৬ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মির্জাপুর উপজেলার সাত নম্বর ওয়ার্শি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন মো. মাহবুব আলম মল্লিক হুরমহল। ২০২২ সালের ২৬ জানুয়ারি নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে তার নামের গেজেট প্রকাশ করেন।
অপর দিকে ২০২২ সালের ৩ এপ্রিল ১১৯৯৯/২২ নং স্মারকে হাইকোর্ট রিট পিটিশন কারিজ হয়। এই রিট পিটিশন খারিজ হওয়ায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর (২৬) (জ) ধারা মতে চেয়ারম্যান হওয়ার অযোগ্য হন। বাংলাদেশ নির্বাচন কমিষন সচিবালয় ২০০৯ এর ৩৪ (৪) এর বিধান মতে তার চেয়ারম্যান পদ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রনালয়কে সুপারিশ করেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সুপারিশের প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রনালয় ২০০৯ এর ৩৪ (৪) (ঙ) ধারায় অপরাধ হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি মাহবুব আলম মল্লিককে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরাখস্ত করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন। সাময়িক বরখাস্ত বাতিলের আবেদন করে মাহবুব আলম মল্লিক হাই কোর্টে রিট পিটিশন করেন। হাই কোর্ট সাময়িক বরখাস্ত স্থগিতে করে দেন।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (বরখাস্তকৃত) মো. মাহবুব আলম মল্লিক হুরমহল বলেন, নিয়ম মাফিক তিনি ব্যাংকের ঋণ পরিশোধ করেছেন এবং বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন। ঋণ খেলাপির বিষয়টি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই ছিল না। সাময়িক বরখাস্তের বিরুদ্ধে হাই কোর্টে তিনি রিট পিটিশন করলে মহামান্য আদালতরে বিরাচক সাময়িক বরখাস্ত স্থগিত করে পুনবহারে আদেশ দিয়েছেন। দায়িত্ব পালন করতে এখন আর কোন বাঁধা নেই বলে তিনি উরেøখ করেন।।