টাঙ্গাইলের মির্জাপুরে অষ্টম শ্রেণীর ছাত্রী অপহরণ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী অপরণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েকে উদ্ধারের জন্য ছাত্রীর পিতা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আজ বুধবার এ ঘটনাটি ঘটেছে বলে ছাত্রীর পরিবার জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, অপহরনের মুল হোতা বখাটে আন্নেছ ওরফে আনিছুর রহমান (২৬)। সে বাগজান গ্রামের জনৈক মজনু মিয়ার বাড়িতে থেকে শ্রমিকের কাজ করতো। একই গ্রামের জহিরুল মিয়ার মেয়ে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বখাটে আন্নেছ স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। মেয়েটি ভয়ে তার পরিবারের কাছে বিষয়টি জানায়।
এদিকে এই ঘটনা বখাটে আন্নেছ জানতে পেরে ঐ ছাত্রী ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়। গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রীটি স্থানীয় ভাতগ্রাম বাজারে কেনা কাটার জন্য যাওয়ার পথে বখাটে আন্নেছ ও তার ৩-৪ জন সহযোগি মিলে রাস্তা থেকে জোর পুর্বক অপহরণ করে তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত ঐ ছাত্রীর কোন খোঁজ মিলেনি।
এ ব্যাপারে অপহৃত ছাত্রীর পিতা অসহায় জহিরুল মিয়া বলেন, আমার মেয়েকে বখাটে আন্নেছ ও তার সহযোগিরা জোর পুর্বক অপহরণ করে তুলে নিয়ে গেছে। এ বিষয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার পর থেকেই বখাটে ও তার পরিবারের লোকজন পলাতক। আমি আমার মেয়েকে যে কোন উপায়ে ফিরে পাওয়ার জন্য প্রশাসনের নিকট কোর দাবী জানচ্ছি।
এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই মো. মজিবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীকে উদ্ধারসহ অপহরনের মুল হোতা আন্নেছ ও তার সহযোগিদের গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here