মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, মিলাদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আগমেদ শুভ এমপি।
আজ শুক্রবার (১০ মার্চ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন জানান, তিন শতাধিক শিক্ষার্থীর বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনে চার দিন ব্যাপি উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে ৭৫ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, মিলাদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মো. শাজাহান আলী এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেল বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. শফিকুল ইসলাম। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আগমেদ শুভ এমপি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও অভিভাবগকগন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here