মীর আনোয়ার হোসেন টুটুল
একুশে পদকপ্রাপ্ত, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুকের (৮৮) সুস্থ্যতা কামনায় টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) বাদ জুমা মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের বিভিন্ন মসজিদে ফজলুর রহমান খান ফারুকের সুস্থ্যতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক জানিয়েছেন। ফজলুর রহমান খান ফরুক বর্তমানে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে। বর্ষিয়ান এই রাজনীতিবিদের দ্রুত সুস্থ্যতা কামনায় তার পুত্র টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি সকলের কাছে দোয়া চেয়েছেন।
খান আহমেদ শুভ এমপি জানান, গত বুধবার সকাল থেকে টাঙ্গাইলের বাসায় তার বাবা শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পরেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার কহেলা গ্রামে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাকে একুশে পদক দেওয়া হয়। বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক টাঙ্গাইল-০৭ মির্জাপুর সংসদীয় আসনের সাবেক গনপরিষদের সদস্য। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি এবং জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান।