মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর উপলক্ষে প্রথম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৩ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। মির্জাপুর উপজেলার বাঁশতৈল রেঞ্জ অফিসে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুর ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা তাহমিনা জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল, উপজেলা প্রকৌশলী মো. আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক মো. সিরাজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ প্রমুখ। পরে বিজয়ী শিশু শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। গভীর রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারী অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।