মীর আনোয়ার হোসেন টুটুল
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গ্রাম বাংলার ঐতিহাসিক নাটক মতিমালা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুস্ঠিত হয়েছে। দীর্ঘ দিন পর মতিমালা নাটক উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে দর্শক-শোতাগন ভিড় জমিয়েছিল। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে গভীর রাত পর্যন্ত এ মতিমালা নাটক অনুষ্ঠিত হয়। মশাজান গ্রাম বাসির আয়োজন ও উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজের উপাধাক্ষ প্রফেসর ড. মো. আব্দুল করিম মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির, খন্দকার আব্বাস- বিন হাকিম, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহিদুর রহমান লাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনকি, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক, আনাইতারা ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. সেকান্দার আলী, আওয়ামীলীগ নেতা মো. মমিনুর রহমান মমিন, খন্দকার শামীম হোসেন, সাইফুল ইসলাম ভুলু ও মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে অনুষ্ঠানের প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি এবং অনুষ্ঠানের সভাপতি ও টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজের উপাধাক্ষ প্রফেসর ড. মো. আব্দুল করিম মিঞা বলেন, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় মুল্যবোধের মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে হলে সাংস্কৃতির কোন বিকল্প নেই। যুব ও তরুন সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য খেলাধুলা এবং বিনোদন প্রয়োজন।