মীর আনোয়ার হোসেন টুটুল
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে এক প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত আজ বুধবার (১৫ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি মুলক সভায়, মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।