মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের নারী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ বুধবার (১৫ মার্চ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের সভাপেিতত্ব বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, খান আহমেদ শুভ এমপির সহধর্মীনী ও টাঙ্গাইল জেলা আয়ামীলীগের সহ সভাপতি, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম মোজাহিদুল ইসলাম মনির, মির্জাপুর থান ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. হযরত আলী মিঞা ও মো. শহিদুর রহমান প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন।