মো.সাজজাত হোসেন,স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আরজু মিয়া(৫০)নামে একজন সৌদি প্রবাসীকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে মির্জাপুর থানা পুলিশ উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্প মহেড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আরজু মিয়া স্বল্প মহেড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে সৌদি প্রবাসী।
মির্জাপুর থানা পুলিশ জানান, গতকাল শুক্রবার রাতে মির্জাপুর থানার উপপরিদর্শক(এস আই)মো.আবুল বাশার মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে স্বল্প মহেড়া গ্রামের মজিবর রহমানের বাড়ীতে অভিযান চালান। আরজু মিয়ার বসত ঘর তল্লাসী চালিয়ে ইতালির তৈরি দুটি পিস্তল,তিনটি ম্যাগজিন,চার রাউন্ড তাজা গুলি,রাম দা, দুটি চাপাতিসহ আরজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আরজু মিয়ার বিরুদ্ধে মির্জাপুর থানায় অস্ত্র মামলা হয়েছে। আজ শনিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে।