মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরে খরতাপে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। আবহাওয়া অফিস সুত্র জানিয়েছেন টাঙ্গাইলে আজ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। প্রায় এক মাস হলো বৃষ্টির দেখা নেই। এক দিকে প্রখর রোদ অপর দিকে তীব্র গরমে ঘর থেকে বের হওয়া দুষ্কর হয়ে পরেছে। খরতাপ থেকে রক্ষা ও বৃষ্টির জন্য ধর্মপ্রাণ মুসুল্লিগন প্রখর রোদের মাঠে নফল নামাজ আদায় করে দোয়া করেছেন। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) বাদ জোহর গোড়াই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোহাগপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে এ নফল নামাজ আদায় করা হয়। বিভিন্ন এলাকার কয়েক শতাধিক মুসুল্লি বৃষ্টির জন্য নফল নামাজের জামায়াতে অংশ নেন। নফল নামাজ শেষে দোয়া পরিচালনা করেন সোহাগপুর জামে মসজিদের পেশ ইমাম মুফতি মোতাকসিল বিল্লাহ আতিকি।
বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে গরমের প্রখরতার চিত্র। প্রখর রোদের মধ্যে বাতাস না থাকায় গরমের মাত্রা দিন দিন বেড়েই চলছে। গরমের তীব্রতা থেকে একটু স্বস্তির পরশ পেতে মানুষের পাশাপাশি গবাদী পশুও হাপিয়ে উঠেছে। উত্তরাঞ্চল থেকে কাজের সন্ধানে আসা নিম্ন আয়ের মানুষ পরেছেন চরম বিপাকে। প্রখর রোদের মধ্যে তারা কাজ করতে পারছে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে তীব্র গরমের কারনে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। সেই সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।