মির্জাপুরে ঈদে দলীয় নেতাকর্মীসহ দুই হাজার পরিবারকে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি উপহার দিলেন ব্যারিষ্টার সীমান্ত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে দুই হাজার দুঃস্থ্য নারী পুরুষ এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি বিতরণ করেছেন সাবেক চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ একাব্বর হোসেনের পুত্র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) মির্জাপুর শহরের সাবেক এমপির বাস ভবনে দুই হাজার দুঃস্থ্য নারী পুরুষ এবং পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি-পাঞ্জাবি বিতরণ করা হয়। এর আগে বিভিন্ন এরাকায় ঘুরে খাদ্য সামগ্রীও বিতরণ করেছেণ তিনি। এ সময় ব্যারিষ্টার মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ^াস, লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর এবং টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য সাইদুর রহমান খান বাবুল উপস্থিত ছিলেন। এছাড়া মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বক্তব্যে ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সম্পাদকদের উদ্যেশে বলেন, আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ছিলেন চার বারের এমপি। আওয়ামীলীগের দুঃসময়ে তিনি আপনাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শে দলকে টিকিয়ে রেখেছিলেন। আমার বাবা বিভিন্ন ঈদসহ নানা অনুষ্ঠানে লোকজনকে সহযোগিতা করেছেন। আমি আমার বাবার ধারাবাহিকতা অব্যহৃত রাখতে চাই। আগামীতে আপনারা আমার পাশে থাকবেন এটাই প্রত্যাশা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here