ডি ্এম অমর :
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপি নেতা আলহাজ মো. শাহজাহানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে আলহাজ মো. শাহজাহান এর নিজ বাড়িতে এই ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছিয়ে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আলহাজ মো. শাহজাহানের হাতে তারেক রহমানের শুভেচ্ছা ও ঈদ উপহার তুলে দিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, ২০১৫ সালে সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠির আঘাতে লতিফপুর ইউনিয়ন বিএনপি’র তৎকালীন সহ সভাপতি আলহাজ মো. শাহজাহানসহ উপজেলার প্রায় ৭০-৭৫ জন নেতাকর্মী আহত হয়। এরপর ওই হামলার আঘাতে মো. শাহজাহান ধীরে ধীরে তার দুই চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন। সারা দেশে বিভিন্নসময় যারা সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন তাদের তালিকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে। মির্জাপুর থেকে মো. শাহজাহান এর নাম পাঠানো হয়েছিলো। এর পর থেকেই দীর্ঘ ৫ বছরযাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্নভাবে মো. শাহজাহান এর খোঁজ খবর রাখছেন। এরই ধারাবাহিকতায় দেশনায়ক তারেক রহমান এবার মো. শাহজাহানকে ঈদ শুভেচ্ছা ও ঈদ উপহার পাঠিয়েছেন।
আবুল কালাম আজাদ সিদ্দিকী আরো বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। এই সরকার মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে। একের পর এক বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা দিয়ে নির্যাতন করছে। ২০১৫ সালের আন্দোলনে আহত হয়ে আলহাজ মো. শাহজাহান অন্ধত্ব জীবন-যাপন করছে। আমরা তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন মানবিক নেতা। এজন্য তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ খবর রাখেন। আশা করি তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় আসবে।
২০১৫ সালের আন্দোলনে আহত আলহাজ মো. শাহজাহান বলেন, বিএনপি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই দলের সাথে আছি। সকল আন্দোলন সংগ্রামে শরিক হয়েছি। ২০১৫ সালের আন্দোলনে আহত হয়ে দুই চোখ হারিয়েছি। এরপরও দুঃখ নেই, কারণ দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানাভাবে আমার খোঁজ খবর রাখেন। আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করছি এবং তাদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমার জীবনে আর তেমন কোনো চাওয়া নেই, শুধু একটাই চাওয়া সেটি হলো, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারর পতন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সুশাসনের বাংলাদেশ দেখা।
এসময় আরো উপস্থিত ছিলেন- মির্জাপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সদস্য মজিবর রহমান, লতিফপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফজালুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম স্বপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপি নেতা আলহাজ মো. শাহজাহান এর ছেলে ডি এম আমিরুল ইসলাম অমর ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের দফতর সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক গণমাধ্যম বিষয়ক সম্পাদক ছিলেন।