মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নবাগত নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব এবং মির্জাপুর জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকগন মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের সম্মানে এ মতবিনিময় সভার আয়োজন করেন। বক্তব্য রাখেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. রায়হান সরকার রবিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শহীদ ভভানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, মো. সালাউদ্দিন আহমেদ বাবর, বর্তমান সভাপতি শামসুল ইসলাম শহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল ও মো. জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজাহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন ও রাব্বি ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় মির্জাপুরের উন্নয়নে নবাগত নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।