টাঙ্গাইলের মির্জাপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ৪

টাঙ্গাইলের মির্জাপুরে বাসা বাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন যৌকর্মীসহ এক খদ্দেরকে আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, শনিবার (৬ মে) সকালে পৌরসদরের থানা এলাকায় শিল্পপতি সারফুল ইসলাম রাসেলের বাসা থেকে তাদের আটক করা হয়। সারফুল ইসলাম রাসেলের এই বাসার দেখাশোনার দায়িত্ব পালন করে থাকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.আমিনুর রহমান আকন্দ।

আকটকৃতরা হলেন, উপজেলার বড়দাম গ্রামের কালিপদ সরকারের ছেলে কমল সরকার (৩৯), বাইমহাটি গ্রামের মৃত কামাল দেওয়ানের স্ত্রী মুন্নী রেনু (৪০), পাকুল্যা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী লাকী (২৯), বাসাইল উপজেলার ভবেশ চন্দ্র রাজবংশীর স্ত্রী লিপি রানী (৪২) ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্যদিন যাবৎ ধরে ওই বাসার ৫তলা ভবনে যৌন ব্যবসা চালিয়ে আসছিল। যৌনকর্মীরা বিভিন্ন সময় খদ্দেরদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ্ মাসুদ করিম বলেন, তারা দীর্ঘদিন ধরে এ অনৈতিক কাজে লিপ্ত ছিল । তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন-বাসার মালিক পক্ষ বাসা ভাড়া দেওয়ার বৈধ কাগজ পত্র দেখাতে না পারে তাহলে বাসার দায়িত্বে যিনি আছে তিনি এই দেহ ব্যবসার সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here