মীর আনোয়ার হোসেন টুটুল
তামাক নয়, খাদ্য ফলান-এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ^ তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (৩১ মে) উপজেলা প্রশাসন সকালে উপজেলা পরিষদ চত্তরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম আজাহার প্রমুখ।