মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে বিলুপ্তপ্রায় ১৪ হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে বিভিন্ন গ্রামে নারী পুরুষদের মাঝে এসব ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের ব্যতিক্রমী এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার (১ জুন) উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মি. সঞ্চয় কুমার পাল, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ। পরে বিভিন্ন এলাকা থেকে আসা নারী পুরুষদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, আমাদের দেশ থেকে দিন দিন দেশীয় ফলজ গাছ হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের মাঝে বিলুপ্তপ্রায় ফলজ বৃক্ষের পরিচয় তুলে ধরাই হচ্ছে আমার মুল লক্ষ্য ও উদ্দেশ্য। স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বনবিভাগ, কৃষি অফিস, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সহযোগিতায় ১৪ ইউনিয়নের নারী পুরুষদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।