মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বৃক্ষ রোপন কর্মসুচীর আওতায় জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষে উপজেলার আজগানা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে গতকাল রবিবার (৪ জুন) আজগানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরণ করেছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানিয়েছে। এ উপলক্ষে আজগানা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলেচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম আজাহার, আজগানা ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার এবং উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার নারী পুরুষের মাঝে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, দিন দিন ফলজ বৃক্ষ হারিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে অধিকাংশ ছেলে মেয়ে দেশীয় প্রজাতির ফলজ বৃক্ষের চারা চিনতে ও নাম বলতে পারে না। পরিবেশ বান্ধব ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় সকল প্রজাতির ফলজ বৃক্ষের চারা উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আজগানা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে বিতরণ করা হবে। এ লক্ষ নিয়ে বিভিন্ন ইউনিয়নে ১৪ হাজার বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।