মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসনের একজন জনবান্ধব কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের বদলী আদেশ প্রত্যাহার ও একই কর্মস্থলে পুনবহালের দাবীতে মানব বন্ধন করে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি। আজ সোমবার (৫ জুন) বেলা এগাটায় মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চের সামনে আমরা মির্জাপুরবাসি নামে একটি সংগঠন ও এলাকাবাসি মানব বন্ধন কর্মসুচী পালন করে প্রতিবাদ সমাবেশ করেছে। মানব বন্ধন শেষে বক্তাগন অনতিবিলমে এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের বদলী আদেশ প্রত্যাহার এবং এই কর্মস্থলে পুনবহালের দাবী জানিয়েছেন। মানব বন্ধন শেষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. আবু রায়হান সিদ্দিকী, তিন নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ মিয়া ও এগার নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস সুত্র জানায়, ২০২২ সালের ১৩ এপ্রিল মো. আমিনুল ইসলাম বুলবুল মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি মির্জাপুরে যোগানের পর থেকেই ভূমি অফিসের আমুল পরিবর্তন শুরু হয়। অল্প দিনের মধ্যে তিনি শিক্ষার প্রসার, মাদক নির্মুল, অভৈধ মাটি কাটা বন্ধ, বাল্য বিবাহ প্রতিরোধসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডসহ সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করেন। জনগনের কাছে তিনি একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। গত ২৫ মে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মো. আতিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে আমিনুল ইসলাম বুলবুলকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বদলী করা হয়।