মির্জাপুরে চুরি করে পাহাড়ের লাল মাটির টিলা কাটায় দুই মাটি চোরকে দেড় লাখ টাকা জরিমানা, ভ্যেকু জব্দ

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে চুরি করে অবৈধ ভাবে পাহাড়ের লাল মাটির টিলা কাটায় দুই মাটি চোরকে দেড় লাখ টাকা জরিমনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় মাটি কাটার একটি এক্্রলেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করা হয়। গতকাল বুধবার (৭ জুন) উপজেলার আজগানা ইউনিয়নের পলাশতলী এলাকায় উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম ও আনোয়ার হোসেন নামের দুই মাটি চোরকে দেড় লাখ টাকা জরিমানা এবং একটি এক্্রলেভেটর (মাটি কাটার যন্ত্র) জব্দ করেন।
আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, একটি চক্র দীর্ঘ দিন ধরে নামে বেনামে উপজেলার পাহাড়ি অঞ্চল আজগানা, লতিফপুর, তরফপুর, গোড়াই ও বাঁশতৈল ইউনিয়নের পাহাড়ের টিলার লাল মাটি চুরি করে কেটে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে এক দিকে জীব বৈচিত্র ধ্বংস হচ্ছে, তেমনি ভাবে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ি এলাকার অন্তত ২০-২৩ জন অসহায় ভুক্তভোগি অভিযোগ করেন, ৬০-৭০ জনের সিন্ডিকেট চক্র আজগানা, লতিফপুর, তরফপুর, গোড়াই ও বাঁশতৈল এলাকার অসহায় লোকজনকে জিম্মি করে জোর পুর্বক পাহাড়ের লাল মাটির টিলা ও ফসলি জমির মাটি কেটে নিচ্ছে। মাটি কাটা বন্ধের জন্য কেউ বাঁধা দিলে তাদের বিভিন্ন ভাবে হুমকি এবং মামলার ভয় দেখানো হয় বলে ভুক্তভোগি পরিবারগুলো অভিযোগ করেন।
এদিকে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার পলাশতলী এলাকায় অভিযান চালিয়ে চুরি করে অবৈধ ভাবে পাহাড়ের লাল মাটি টিলা কাটার অপরাধে জাহিদুল ইসলাম (৩৫) কে ৫০ হাজার টাকা এবং আনোয়ার হোসেন (৪৫) নামের একজনকে এক লাখ টাকাসহ দুই মাটি চোরকে মোট দেড় লাখ টাকা জরিমনা করেন। এ সময় মাটি কাটার একটি এক্্রলেভেটর যন্ত্র জব্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, নদী, পাহাড় ও ফসলি জমির মাটি অবৈধ ভাবে কাটা আইনগত ভাবে দন্ডনীয় অপরাধ। যারা এই মাটি চুরির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন এলাকায় অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here