মির্জাপুর বাজার প্রিমিয়ার লীগে কিংস একাদশ চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর বাজার প্রিমিয়ার লীগ (সিজন-৩) ক্রীকেট লীগের ফাইনাল খেলায় মির্জাপুর বাজার কিংস একাদশ ২ ইউকেটে মির্জাপুর স্টারস একাদশকে হারিয়েছে চ্যাম্পিয়ন হয়েছে। আজ মঙ্গলবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মির্জাপুর বাজার একাদশ এ ক্রীকেট লীগের আয়োজক ছিলেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত। উদ্ধোধক ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন এবং সভাপতি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো. আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম এবং আয়োজক কমিটির দিদারুল ও রিফাতসহ সদস্য বৃন্দ। ক্রীকেট লীগে ম্যান অব দা ম্যাচ হয়েছে পলাশ, ম্যান অব দা সিরিচ হয়েছে নুর এবং সেরা বলার হয়েছে ইমরান হোসেন ইমন। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল, রানার্স আপ এবং সেরা খেলায়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here