মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখের নেতৃত্বে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। আজ শুক্রবার (৯ জুন) রাতে মির্জাপুর শহরের করেজ রোডে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ আলী, এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা শহিদুর রহমান লাবু ও সাবেক ভিপি মো. মাসুম মিয়াসহ স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামীলীগ, ছাত্রলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। উল্লেখ যে, গত ৫ জুন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ. কে. এম আবজালুর রহমান বাবুর নির্দেশক্রমে উপ-ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শ্যামল গোষ্মামীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মির্জাপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির অপু শেখকে আহবায়ক করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নবনির্বাচিত আহবায়ক অপু শেখসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খান আহমেদ শুভ এমপিসহ নেতাকর্মীরা। এ সময় এমপি সবাইকে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন মুলক কর্মকান্ড সাধারণ জনগনের মাঝে তুলে ধরার জন্য তাদের আহবান জানান।