মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আজ শনিবার (১০ জুন) উৎসব মুখর পরিবেশে উদ্ধোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উদ্ধোধনী দিনে দুটি ম্যাচে ওয়ার্শি ইউনিয়ন পরিষদ (১-০) গোলে ভাওড়া ইউনিয়ন পরিষদকে এবং লতিফপুর ইউনিয়ন পরিষদ (১-০) গোলে বাঁশতৈল ইউনিয়ন পরিষদকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ন হয়েছে। ৭ দিন ব্যাপি ফুটবল ম্যাচ শেষে আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
আজ শনিবার (১০ জুন) উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, সাবেক মেয়র এড. মোশারফ হোসেন মনি, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যানস মীজা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিন এবং সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। তরুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৭ দিন ব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এ মির্জাপুর পৌরসভার দুইটি দল এবং ১৪ ইউনিয়নের ১৪ টি দল অংশ গ্রহণ করছে। আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।