মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন সুচি রানী সাহা। তিনি সদ্য বিদায়ী এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিত্তিক হলেন। মো. আমিনুল ইসলাম বুলবুল বদলী হয়ে নাগরপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে যোগদান করেছেন। বিসিএস ৩৬ তম ব্যাচের এই কর্মকর্তা সুচি রানী সাহা আজ মঙ্গলবার (১৩ জুন) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন। এর আগে গত ১১ জুন টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি যোগদান করেন।
আজ মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্র জানায়, সুচি রানী সাহার নিজ জেলা ঝিনাইদাহ। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন অত্যান্ত মেধাবী। বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয় ময়মনসিংহ থেকে ফিসারিজ-এ ¯œাতক এবং ফিশারিজ বায়োলজি এন্ড জেনেট্রিক্্র-এ ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন।সুচি রানী সাহা বিসিএস ৩৬ তম ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রথমে ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। ২০২২ সালের ১৩ মার্চ সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড হিসেবে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় দ্বিতীয় পোষ্টিং পান। ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পর বদলী হয়ে তৃতীয় কর্মস্থল মির্জাপুর উপজেলায় সহকারী কমিশানর (ভূমি) হিসেবে ১১ জুন যোগদান করেন। তার স্বামী সমীর সুমার সাহা টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মৎস কর্মকর্তা হিসেবে কর্মরত। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
এ ব্যাপারে সুচি রানী সাহা বলেন, আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। জনগনের সেবা দেওয়াই আমার মুল লক্ষ ও উদ্দেশ্য। আমি সর্বদা ন্যায়, নিষ্ঠা ও সততা নিয়ে মির্জাপুরবাসির জন্য সেবা দিতে চাই। এ জন্য চাই সকলের সার্বিক সহযোগিতা।