মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর সীসা দূষণ প্রতিরোধে স্থানীয় নীতিনির্ধারকদের অবহিতকরণ ও জনসস্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্্র এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফুলদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামিমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ। ইউনিসেফের সহযোগিতায় মতবিনিময় সভায় ইউনিসেফের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।