মির্জাপুরে আন্তঃনগর দুইটি ট্রেনের যাত্রা বিরতীর অনুমোদন, এমপি শুভকে অভিনন্দন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরবাসির দীর্ঘ দিনের দাবী পুরন হতে যাচ্ছে। টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির অক্লান্ত শ্রম ও সার্বিক সহায়তায় অবশেষে ঢাকা-রাজশাহী-খুলনা রোডের মির্জাপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ৭৭৫/৭৭৬ নং সিরাজগঞ্জ এক্্রপ্রেস ট্রেন দুইটি যাত্রী বিরতীর অনুমোদন হয়েছে।। আজ বৃহস্পতিবার (১৫ জুন) খান আহমেদ শুভ এমপি বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রনালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. তৌফিক ইমাম মির্জাপুরে রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ৭৭৫/৭৭৬ নং সিরাজগঞ্জ এক্্রপ্রেস ট্রেন দুইটি যাত্রী বিরতীর অনুমোদন দিয়ে গত ১২ জুন পত্র জারি করেছেন। স্মারক নং- ৫৪.০১.২৬০০.০০৮.০১০.১২ (অংশ-৩)-১৭৮, তাং-১/৬/২০২৩.। এলাকাবাসি এমপি শুভকে অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, ১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ করার লক্ষে ২০০৩ সালে রেল যোগাযোগ শুরু হয়। অধিকাংশ ট্রেন মির্জাপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতী না থাকায় দুর্ভোগের শিকার হন টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলার বাসিন্দাগন। মির্জাপুর একটি গুরুত্বপুর্ন এলাকা। এখানে গোড়াই শিল্পাঞ্চল, পুলিশ ট্রেনিং সেন্টার, মির্জাপুর ক্যাডেট কলেজ, কুমুদিনী হাসপাতাল, ভারতেশ^রী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মির্জাপুরবাসির দাবীর প্রেক্ষিতে স্থানীয় সাংসদ খান আহমেদ শুভ এমপি ডিও লেটার দিয়ে রেলমন্ত্রী, সচিবসহ বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মকর্তাদের অনুরোধ জানান এখানে দুইটি ট্রেন যাত্রা বিরতীর জন্য। এমপির সার্বিক সহযোগিতায় অবশেষে মির্জাপুরবাসির দীর্ঘ দিনের দাবী বাস্তবায়ন হলো। একণ থেকে যাত্রীগন সহজেই গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কম খরচে ও অতি সহজেই যাতায়াতের সুযোগ পাবে। দুইটি ট্রেন যাত্রা বিরতীর অনুমোদন হওয়ায় এখানকার যাত্রী এবং মির্জাপুরবাসি খান আহমেদ শুভ এমপিকে ধন্যবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে লেরওয়ে মির্জাপুর স্টেশনে মাস্টার মো. কামরুল হাসান বলেন, আন্তঃনগর ৭৭৫/৭৭৬ নং সিরাজগঞ্জ এক্্রপ্রেস ট্রেনের মির্জাপুর স্টেশনে দুইটি যাত্রা বিরতীর রেলওয়ে মন্ত্রনালয়ের অনুমোদনের পত্র পাওয়া গেছে। একণ রাজশাহী থেকে জি এম এবং চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট টাইম টেবিল এবং স্টপেজের তারিখ ঠিক করে চিঠি ইস্যু করবেন। তারপর থেকেই ট্রেন দুইটি এখানে দুইটি যাত্রা বিরতী করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here