মির্জাপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় মির্জাপুর পৌরসভা একাদশ (১-০) গোলে আনাইতারা ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার (১৭ জুন) উৎসব মুখর পরিবেশে বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। খেলায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় রনি আহমেদ ম্যান অবদা ম্যাচ এবং রানার্স আপ দলের খেলোয়াড় হুমায়ুন কবীর ম্যান অবদা সিরিজ হয়ে অতিথিদের কাছ থেকে পুরষ্কার লাভ করে। গত ১০ জুন উদ্ধোধনী ম্যাচের মধ্য দিয়ে খেলা শুরু হয় এবং আজ ১৭ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে খেলার সমাপ্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, নবাগত এসিল্যান্ড সুচি রানী সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির ও উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যানস মীজা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিন এবং সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৭ দিন ব্যাপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এ মির্জাপুর পৌরসভার দুইটি দল এবং ১৪ ইউনিয়নের ১৪ টি দল অংশ গ্রহণ করে। আজ ১৭ জুন শনিবার ফাইনাল ম্যাচে মির্জাপুর পৌরসভা একাদশ (১-০) গোলে আনাইতারা ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে পুরষ্কার পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here