মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মরহুম রুবেল স্মৃতি স্মরণে প্রিমিয়ারলীগ ফুটবল ফাইনাল ম্যাচে আগধল্যা দুরন্ত একাদশ ট্রাইবেকারে (৩-১) গোলে আগধল্যা স্টার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আগধল্যা তরুণ ও যুব সমাজ প্রতি বছর মরহুম রুবেল স্মৃতি স্মরণে এ প্রিমিয়ার ফুটবল লীগ খেলার আয়োজক করে থাকেন।
গতকাল শনিবার (১ জুলাই) বিকেলে উৎসব মুখর পরিবেশে মির্জাপুর উপজেলার উপজেলার আগধল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন এবং উদ্ধোধক ছিলেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল।
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক শিক্ষক মো. ছিদ্দিক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজ সেবক মো. ফারুক হোসাইন, মো. শামসুল আরেফিন হাদী, মো. আরিফ হোসেন সুবেদার, ইমরান আহমেদ রজবু এবং ফজলুল হক। ধারা ভাষ্যকার ও সঞ্চালনায় ছিলেন বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতালেব হোসেন মিঞা এবং খেলা পরিচালনা করেন রেফারী মো. শামীম মিয়া। খেলা শেষে ম্যান অবদা ম্যাচ, ম্যান অবদালীগ, বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।