মোঃ সাজজাত হোসেন,স্টাফ রিপোর্টার
টাঙ্গাইল জেলায় একদিনে এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে মির্জাপুরে ১৫ হাজার বৃক্ষ রোপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধান করেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ,, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়োত হোসেন মন্টু, পৌর মেয়র সালমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানি সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ।
টাঙ্গাইল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের উদ্যোগে জেলা ব্যাপি একদিনে এক লক্ষ বৃক্ষ রোপন করা হয়। এরই অংশ হিসেবে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, বেসকারি সংস্থা এবং বিভিন্ন সামজিক সংগঠনের মাধ্যমে মির্জাপুরে ১৫ হাজার বৃক্ষ রোপন করা হয়।