মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে আজ রবিবার (২০ আগস্ট) হাসপাতাল সুত্র জানিয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪ জন রোগী কুমুদিনী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকা জনক।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতরা হচ্ছেন মির্জাপুর উপজেলার চামারী ফতেপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী লাভলী বেগম (৩৯) এবং পাশ^বর্তী দেলদুয়ার উপজেলার দেউলিকান্দি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী রিজিয়া বেগম (৪১)।
কুমুদিনী হাসপাতাল সুত্র জানায়, গত তিন দিন পুর্বে ঐ দুই নারী সর্দি, প্রচন্ড জ¦র, শরীর ব্যথাসহ শারীরিক নানা সমস্যা নিয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু পরীক্ষা করলে তাদরে পজিটিপ আসে। গতকাল শনিবার দিবাগত সন্ধায় রিজিয়া বেগম এবং রাত আড়াইটার দিকে লাভলী বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুমুদিনী হাসপাতালেল চিকিৎসকগন জানিয়েছেন রিজিয়া বেগম শরীর ব্যথা, শ^াস কষ্ট ও জ¦রের পাশাপাশি হার্টের নানা সমস্যা ছিল। বর্তমানে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন বলে হাসপাতালে ডেপুটি জেনারেল ম্যানেজার (এজিএম অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা সরকারী স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চার জন রোগী ভর্তি রয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র, স্বাস্থ্য উপকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসক ও স্বাস্থ্য সহকারী মাঠ কর্মীগন ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কাজ চিকিৎসা নিতে আসা সাধারণ লোকজনদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।