মীর আনোয়ার হোসেন টুটুল,
অষ্টম শ্রেণীর ছাত্র দীপ্ত সরকার (১৪) গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। দীপ্তকে ফিরে পেতে অসহায় পরিবার থানায় সাধারণ ডায়রী করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবারে একমাত্র সন্তানকে না পেয়ে পুরো পরিবার ভেঙ্গে পরেছে।
আজ রবিবার (২০ আগস্ট) দীপ্তর বাবা প্রণব কান্তি সরকার জানায়, দীপ্ত ভাতগ্রাম কে আর এস ইন্সিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র। গত ১৭ আগস্ট বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে দীপ্ত নিখোঁজ হয়। দীপ্তকে ফিরে পেতে তার পরিবার বিভিন্ন স্থানে ছোটাছুটি করছেন। কোথায় কোন সন্ধান না পেয়ে গতকাল শনিবার (১৯ আগস্ট) মির্জাপুর থানায় সাধারণ ডায়রী করেছেন। দীপ্তকে ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসনসহ সকলের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, একজন অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাকে সন্ধানের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক চেষ্টা করা হচ্ছে।