মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা বাজারের বর্নালী পেপার হাউজের মালিক (পত্রিকা এজেন্সি) কাজী আসাদুজ্জামান শফি (৭০) গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) ভোরে বাড়ির পাশে জঙ্গলে একটি গাছে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার হয়। তার গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গোড়ান-সাটিয়াচড়া গ্রামে। তার পিতার নাম শামসুজ্জামান বাদশা। তিনি অবিবাহিত ছিলেন।
জানা গেছে, কাজী আসাদুজ্জামান শফি ছিলেন অত্যান্ত সৎ, নিষ্ঠাবান ও সহজ সরল ব্যক্তি। এলাকায় তার যতেষ্ট সুনাম ও পরিচিতি ছিল। বিভিন্ন পত্রিকার এজেন্ট এনে তিনি পাকুল্যা বাজারে পত্রিকা বিক্রি করেছেন। তার এজেন্সির নাম বর্নালী পেপার হাউজ। কাজী আসাদুজ্জামান শফির বোন জামাই বীর মুক্তিযোদ্ধা আবু মতিন ফাক্কন জানান, প্রায় ১০-১২ বছর ধরে তিনি শারীরিক ভাবে অসুস্থ্য। অসুস্থ্যতার কারনে মানুষিক ভাবেও বিপর্যস্ত ছিলেন। শারীরিক অসুস্থ্যতা থেকে মুক্তি পেতেই তিনি ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে তাদের ধারনা। পরিবারের আবেদনে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপির অনুরোধে টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের বিনা ময়না তদন্তের নির্দেশনা সাপেক্ষে লাশ দাফন করা হয়েছে বলে আবু মতিন ফাক্কন রাতে জানিয়েছেন।
এদিকে পত্রিকা এজেন্সির মালিক শফির আত্নহত্যার ঘটনায় স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।