মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষকদের মাঝে বিনামুল্যে একটি করে ছাগল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আজ বুধবার (২৩ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে ১২৮ জন বিক্ষকদের মাঝে এ ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.খাইরুল ইসলাম, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ। পরে বিক্ষকদের মাঝে ছাগল তুলে দেন অতিথি বৃন্দ।