মীর আনোয়ার হোসেন টুটুল
সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ীকে জিম্মি করে ১৯ লাখ টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্লা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। ব্যবসায়ী হেলাল মোল্লার বাড়ি মহেড়া ইউনিয়নের গবড়া গ্রামে।
আজ বুধবার (২৩ আগস্ট) ব্যবসায়ী হেলাল মোল্লা (৪৫) জানান, তার ভাই ইয়াকুব মোল্লা প্রবাসি। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। ভাইয়ের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুর সারে বারটার দিকে মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের সোনালী ব্যাংক থেকে ১৯ লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করে একটি বাগে ভর্তি করে মির্জাপুর বংশাই রোডের বাইপাস যান। সেখান থেকে টাঙ্গাইলগামী একটি বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসে নাটিয়াপাড়া যাওয়ার জন্য উঠেন। বাসটি কুরনি যাওয়ার পর একটি সাদা প্রাইভেটকার বাসটিকে অভার টেক করে শুভুল্লা নামক স্থানে গিয়ে বাসকে ব্যারিকেট দেয়। প্রাইভেটকার থেকে ৪/৫ জন লোক র্যাবের পোষাক ও সাথে হ্যান্ডকাপসহ নিজেদের র্যাব পরিচয় দিয়ে ব্যবসায়ী হেলাল মোল্লাকে জিম্মি করে টাকা ভর্তি ব্যাগ নিয়ে বাস থেকে নেমে পরেন। এ সময় বাসের যাত্রীরা ভয়ে কেউ মুখ খুলেনি বলে তিনি অভিযোগ করেন। অল্প কিছুদুর নিয়ে তাকে চর থাপ্পর দিয়ে রাস্তার পাশে ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
এদিকে ঘটনার পর হেলাল মোল্লা স্থানীয় লোকজনের সহায়তায় মির্জাপুর থানায় এসে টাকা খোয়া যাওয়ার লিখিত অভিযোগ করেন। ঘটনার দুই দিন পরও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা। আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল বাশার মোল্লা এবং টাঙ্গাইলের ডিবি পুলিশের একটি চৌকুস দল মির্জাুপর কলেজ রোডের সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেছেন। পুলিশ কর্মকর্তাগন ব্যাংকের কর্মকর্তা, নিরাপত্তা কর্মচারী এবং টাকা খোয়া যাওয়া ব্যবসায়ী হেলাল মোল্লা এবং তার ভাই প্রাবসি ইয়াকুব মোল্লার সঙ্গে কথা বলেছেন। অপরাধীদের সনাক্ত এবং টাকা উদ্ধারে সোনালী ব্যাংক এবং তার আশপাশের এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে সোনালী ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক উত্তম কুমার কর্মকার বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে হেলাল মোল্লা নামে এক ব্যক্তি এই শাখা থেকে ১৯ লাখ টাকা উত্তোলন করেছেন। এই টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্লা নামক স্থান থেকে ছিনতাই হয়েছে বলে পরে জানতে পেরেছেন। ব্যাংকে কোন ঘটনা ঘটেনি।
মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন বলেন, ব্যবাসয়ীর অভিযোগের পর টাকা উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।