বিএনপিকে ক্ষমতায় যেতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে— মির্জাপুরে কৃষিমন্ত্রী

মীর আনোয়ার হোসেন টুটুল,
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা এমপি বলেছেন, বিএনপি যতই ট্রাম্প কার্ড দেখান না কেন ক্ষমতায় যেতে হলে শেখ হাসিনার অধিনেই নির্বাচনের মাধ্যমে আসতে হবে। তিনি আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় আমরা সবুজ পৃথিবী নামে একটি বেসরকারী সংগঠনের ব্যানারে তালগাছের চারা রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা বিদেশীদের কাছে ধর্না নিয়ে অগ্নি সন্ত্রাস করে শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে যায়। কিন্ত দেশের মানুষ তা কখনো হতে দিবে না। তারা মানুষের কথা চিন্তা না করে একের পর জালাও পোড়াও ও অগ্নি সন্ত্রাস করে যাচ্ছে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ ক্ষমতায় এলেই দেশের মানুষ দুমুঠো ভাত খেতে পারে। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে বরেন, বঙ্গবন্ধু ছিলেন সোনার মানুষ। মুক্তিযুদ্ধের মাধ্যমে তিনি দেশের মানুষকে সঠিক ঠিকানা করে দিয়েছেন। এ সময় ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টাতার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পাল এবং স্থানীয় চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here