মির্জাপুরে কালিবাড়ি রোডে শায়মা জুয়েলারীতে তালা ও লকার ভেঙ্গে ৪৫ ভরি স্বর্ন লুট

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সদরের কালিবাড়ি রোডের মহামায়া মার্কেটের শায়মা জুয়েলারীতে দুঃসাহসিক চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল মার্কেটের সামনে কলাপসিকলের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে জুয়েলারীর তালা ও লকার ভেঙ্গে ৪৫ ভরি স্বর্ন লুট করে নিয়ে যায় বলে জুয়েলারীর মালিক অভিযোগ করেছে। ৪৫ ভরি স্বনের দাম প্রায় অর্ধ কোটি টাকা। ঘটনার পর স্বর্ন ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরেছে। গতকাল শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটেছে।
আজ রবিবার (২৭ আগস্ট) মহামায়া মার্কেটের শায়মা জুযেলালীর মারিক মোহাম্মদ দুলাল মিয়া জানান, গত শুক্রবার ব্যবসা শেষে জুয়েলারী বন্ধ করে বাড়ি চলে যান। গতকাল শনিবার (২৬ আগস্ট) উপজেলা সদরের সকল জুয়েলারীর দোকানসহ ঐ মার্কেট বন্ধ ছিল। আজ রবিবার সকালে দোকানের মালিক ও কর্মচারীগন জুয়েলারীতে এসে দেখেঝন মার্কেটের সামনের কলাপসিকলেল তালা ভাঙ্গা। পরে ভিতরে ঢুকে দেখেন শায়মা জুয়েলীর তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল লকার ভেঙ্গে থরে থরে সাজানো ৪৫ ভরি স্বর্ন লুটে নিয়ে গেছে। দোকানের ভিতরে দুইটি সিসি ক্যামেরা থাকলেও চোরের দল কাল কাপড় দিয়ে ঢেকে রেখেছে। পরে তারা পুলিশকে খবর দেয়।
এদিকে এই চুরির ঘটনা সকালে জানাজানি হলে জুয়েলীর দোকানের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পরে। খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এএসএম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অপিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি সাবেক ভিপি গোলাম ফারুক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ও পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আযম সিদ্দিকী, জুয়েলালীর মালিক সমিতির সভাপতি প্রফুল্ল কর্মকার এবং সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি ফফিসার বলেন, শায়মা জুয়েলারীতে চুরির ঘটনায় জুয়েলালীর মালিক মোহাম্মদ দুলাল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, চুরির ঘটনায় নিয়মিত অভিযোগ হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি ইউনিট তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের সনাক্ত এবং লুট হওয়া স্বর্ন উদ্ধারে মাঠে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here