মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছেন। সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে নির্বাচন গ্রহনের লক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস নানা উদ্যোগ গ্রহন করেছেন বলে জানিয়েছেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুর রহীম সুজন ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় এসিল্যান্ড সুচী রানী সাহা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মত শরিফা বেগম উপস্থিত ছিলেন।
মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায় জানায়, দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১২৭ টি। মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ৯১৯ জন। ২০১৮ সালে ভোট কেন্দ্র ছিল ১১৩ টি এবং ২০২১ সালের উপনির্বাচনে ভোট কেন্দ্র ছিল ১২১ টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে বেড়েছে ৬ টি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনততে মতিন এবং নির্বাচন কর্মকর্তা মোসাম্মদ শরিফা বেগম বলেন, দ্বাদশ মহান জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।