বিশেষ প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জাপুর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভাবে ঢেলে সাজানোর প্রত্যয় করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন প্রমুখ।