বিশেষ প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে বেসরকারী একটি স্বেচ্ছাসেবী সংস্থা মানবতায় আমরা সংগঠনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী এলাকায় সংগঠনের নিজস্ব বাগান বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি এবং মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শিল্পপতি মো. আবুল কালাম আজাদ লিটন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, ভাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন, জামুর্কি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. ইলিয়াজ মিয়া, গোড়াই ইউনিয়ন (পশ্চিম) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ্যদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।