মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগের তৃনমুলের ১৬ টি সাংগঠনিক ইউনিটের ৩২০ জন ত্যাগী নেতাকে ৩২০ টি মুজিব কোর্ট উপহার দিয়েছেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা সদরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে ১৬ টি সাংগঠনিক ইউনিটের দলীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- সম্পাদক। পরে খান আহমেদ শুভ এমপি তৃনমুলের ৩২০ জন নেতাকর্মীদের হাতে মুজিব কোর্ট তুলে দেন। ইতিপুর্বেও উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের ১২০ জন নেতাকর্মীকে মুজিব কোর্ট উপহার দিয়েছেন।