মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ পদক পেলেন ৮ গুনী ব্যক্তি ও এক শিক্ষা প্রতিষ্ঠান

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরষ্কার পেলেন ৮ গুণী ব্যক্তি ও এক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান শিক্ষা বান্ধব সরকার ও প্রধানমন্ত্রীর ঘোষিত স্মাট বাংলাদেশ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান পরিবর্তন, শিশুদের ঝড়েপরা রোধ, শ্রেণী পাঠদান ও দক্ষ ব্যবস্থাপনা, নিয়ম-শৃঙ্খলা, খেলাধূলা ও সাংস্কৃতিকচর্চা, পরীক্ষার সার্বিক ফলাফলসহ বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি এ বছর এ পদক দিয়েছেন। বিভিন্ন ক্যাটাগরিতে পদক পেয়েছেন দুই জন প্রধান শিক্ষক, দুই জন সহকারি শিক্ষক, একজন সহকারি উপজেলা শিক্ষা অফিসার, একজন দক্ষ কাব লিডার, একজন দক্ষ এসএমসির সভাপতি, একজন অফিস সহায়ক এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রাথমিক পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানিয়েছেন, ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ গুণী ব্যক্তিরা হলেন, মো. আজিজুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক, বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোছা. সরফুননেছা খানম, প্রধান শিক্ষিকা পুষ্টকামুরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মি. রতন সরকার, সহকারি শিক্ষক, গোড়াই দক্ষিণ নাজিরপাড়া মীর সাদত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঞ্জুমানয়ারা আক্তার, সহকারি শিক্ষক, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব লিডার রীনা রায়, প্রধান শিক্ষক, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসির সভাপতি মো. লাল মিয়া, বাঁশতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিস মির্জাপুর এবং শ্রেষ্ঠ বিদ্যালয় হচ্ছে জামুর্কি ইউনিয়নের উফুলকী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ব্যাপারে জাতীয় সপ্তাহে শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত ও প্রধান শিক্ষখ মো. আজিজুর রহমান জুয়েল ও সহকারি শিক্ষিকা আঞ্জুমানয়ারা আক্তার বলেন, এই পদক পাওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য আরও অনেকগুন বাড়িয়ে দিয়েছে। আমরা শিক্ষার মানউন্নয়নে স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, এসএমসির সকল সদস্য এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক পদক বাছাই কমিটির সভাপতি শাকিলা বিনতে মতিন বলেন, মির্জাপুর উপজেলা একটি গুরুত্বপুর্ন উপজেলা। শিক্ষার জন্য এই উপজেলার শিক্ষকগন অত্যান্ত আন্তরিক ও ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। যারা এ বছর শিক্ষা পদক পেয়েছেন তারা সত্যিকার ভাবেই শিক্ষার জন্য কাজ করেন। অনেক যাচাই বাছাই করে তাদের মনোনীত করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আন্তরিক ও অভিনন্দন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here