মির্জাপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৭০ হাজার সরকারী বই নিয়ে ট্রাক উল্টে পুকুরে

মীর আনোয়ার হোসেন টুটুল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০ হাজার সরকারি বই নিয়ে একটি ট্রাক পুকুরে পরে বিপুল সংখ্যক বই নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২৪ সালের জন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বিনামুল্যে এ বই বিতরনের জন্য এ বই আনা হয়েছিল। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার আলহাজ¦ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদামে বই নেওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
মির্জাপুর উপজেলা রপ্রাথমিক শিক্ষা অফিস সুত্র জানায়, ২০১৪ শিক্ষা বর্ষের জন্য মির্জাপুর উপজেলার ১৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রায় এক লাখ ৬০ হাজার বইয়ের চাহিদা রয়েছে। আজ বুধবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় থেকে প্রায় ৭০ হাজার বই নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে মির্জাপুরে আসে। উক্ত বইগুলো রাখার জন্য মির্জাপুর পৌরসভার এক নং ওয়ার্ডের পুষ্টকামুরী আলহাজ¦ শফিউদ্দিন মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুদামে রাখার জন্য ট্রাকটি যাওয়ার সময় রাস্তা ভেঙ্গে পুকুরে পরে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছে চালকসহ হেলপার এবং পাশের দোকানদার। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিন এবং মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বই নিয়ে উল্টে পরা ট্রাক ও নষ্ট হয়ে যাওয়া বইগুলোর উদ্ধার কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here